হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজার পৌর নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের মুকুন্দি এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাউন্সিলর প্রার্থী শব্দর আলী ভূঁইয়া সদর ও জাহাঙ্গীর হোসেনের মধ্যে আজ সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। 

এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে। জাহাঙ্গীর হোসেন ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। অন্যদিকে শব্দর আলী ভূঁইয়া তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। 

আজ দুপুর সাড়ে ১২টায় বৃষ্টির সময় মুকুন্দি এলাকার নারী ভোটকেন্দ্রের বাইরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জাহাঙ্গীর হোসেনের সমর্থকেরা শব্দর আলীকে তুলে নিয়ে মারধর করেন। শব্দর আলীর লোকজন সামনে এগিয়ে আসলে তাঁদের লক্ষ্য করে ককটেল ছোড়ে জাহাঙ্গীর হোসেনের লোকজন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভোটকেন্দ্রে। লাইন ছেড়ে নারী ভোটাররা পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ছেড়ে দেওয়া হয় শব্দর আলীকে। পরে পুলিশ লাঠিপেটা করে দুই পক্ষের কর্মী–সমর্থকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবীর হোসেন বলেন, ‘কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ভোট গ্রহণ চলমান আছে।’

প্রসঙ্গত জাহাঙ্গীর হোসেন উটপাখি প্রতীকে ও শব্দর আলী ডালিম প্রতীকে নির্বাচন করছেন। স্থানীয় ভোটাররা জানান, জাহাঙ্গীর হোসেন আগে বিএনপি করতেন। এখন তিনি আ.লীগের পরিচয় দিয়ে চলেন। অন্যদিকে শব্দর আলী স্থানীয় আ.লীগ কর্মী।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা