হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পাখির মতো গুলি করে বিএনপির নেতা-কর্মীদের হত্যা করেছে: আযম খান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান বলেছেন, ‘আমাদের হয় আন্দোলন করতে হবে, না হয় মরতে হবে। আমাদের বিকল্প কিছু নেই। পাখির মতো গুলি করে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতা-কর্মীদের হত্যা করেছে।’

আজ রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের একটি রেস্তোরাঁয় বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামোর মেরামতের রূপরেখা ব্যাখ্যা-বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, ‘আমাদের পেছনে এখন অত্যাচারী সরকার, আর সামনে রয়েছে কারাগার। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি করতে হলে দেশকে মুক্ত করতে হবে। যদি আমরা আগামী নির্বাচনে জয়ী হতে না পারি তাহলে আমাদের নেত্রী মুক্ত হবে না।’ 

খালেদা জিয়া সারা বাংলাদেশ গণতন্ত্রের প্রতীক আখ্যায়িত করে তিনি বলেন, ‘গৃহকর্ম থেকে বেরিয়ে রাজনীতিতে তাঁর স্বামী জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্র সমৃদ্ধ বাস্তবায়নে সারাটা জীবন চেষ্টা করে গেছেন খালেদা জিয়া।’ 

আযম খান আরও বলেন, ‘আমাদের নেত্রী কখনো আপস করেননি; যাঁরা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়েছেন তাঁদের সঙ্গে। নির্দলীয় নির্বাচন করতে না পারলে আমাদের নেতা তারেক রহমানকে নির্বাসনে থাকতে হবে এবং দেশে গণতন্ত্র থাকবে না। আমরা যদি দেশ এবং দেশের মানুষের জন্য আন্দোলন না করি তাহলে বাঁচানো সম্ভব নয়।’ 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য-৪ মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকাসহ নারায়ণগঞ্জ জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা। 

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা