হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিএনপির লংমার্চ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হচ্ছে নারায়ণগঞ্জের নেতা-কর্মীরা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

আখাউড়া অভিমুখের লংমার্চে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

ভারতের আগ্রাসনের বিরুদ্ধের জাতীয়তাবাদী দল বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ডাকা আখাউড়া অভিমুখের লংমার্চে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। মূলত আগরতলায় বাংলাদেশের হাইকমিশনারে হামলা, এ দেশের জাতীয় পতাকাকে অবমাননা ও বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচারণার বিরুদ্ধে এই লংমার্চের ডাক দেওয়া হয়েছে। 

আজ বুধবার সরেজমিনে দেখা যায়, মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক ও শিমরাইল মোড়ে নারায়ণগঞ্জের এই তিন সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। সকাল ৯টার পর থেকে তাঁরা দলে দলে জড়ো হতে শুরু করেন। ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ’, ‘স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় নেই’সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড- ফেস্টুন হাতে স্লোগানে-স্লোগানে মহাসড়ক মুখরিত করে রেখেছেন তারা।

আখাউড়া অভিমুখের লংমার্চে যোগ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

উপস্থিত নেতা–কর্মীরা বলেন, ভারতীয় উগ্রবাদীরা বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছে, হাইকমিশনে হামলা করেছে। মূলত তাদের পছন্দ শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে তাদের অপচেষ্টার শেষ নেই। ভারতীয় মিডিয়ায় আমাদের দেশকে নিয়ে অপপ্রচার বন্ধের জন্য আমরা আখাউড়ার উদ্দেশে রওনা করব।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, ‘ভারতীয় উগ্রবাদীরা বাংলাদেশকে নিয়ে যা শুরু করেছে, এতে প্রতিবাদ না করাটা অন্যায় হবে। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আখাউড়া অভিমুখে লংমার্চ।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত