হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে যুবতীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে বেড়াতে আসা এক যুবতীকে দলবেঁধে ধর্ষণ এবং ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় উপজেলার হাজীপুর ট্রেনিং সেন্টারের পাশের একটি বিলে এই ধর্ষণের ঘটনা ঘটে। এরপর প্রায় ১০ দিন পর ২৪ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার আরমান (২৩), একই এলাকার ইয়াসিন (২০) এবং রূপালী আবাসিক এলাকার আবু বক্কর সিদ্দিক (২২)। 

ভুক্তভোগী যুবতী জানান, ‘গত ১৪ ফেব্রুয়ারি বন্দরের সোনাকান্দা এলাকায় আমি আমার বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার পথে আসামিরা আমার পথরোধ করে। এরপর আমাকে জোরপূর্বক পাশের একটি বিলে নিয়ে ধর্ষণ করে। এরপর আমার হাতে থাকা মোবাইল ও গলার চেইন, কানের দুল ও আংটি ছিনিয়ে নিয়ে যায়।’ 

এই বিষয়ে ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী গতকাল শুক্রবার রাতে এসে থানায় মামলা করেন। আজকে দিনভর বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত