হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে বঁটিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।  

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফতুল্লা শিয়াচর উকিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম সুমন মিয়া (৩৫)। রাতে বাড়ির সামনের রাস্তায় কুপিয়ে তাঁর মা মধুবালা বেগমকে (৫৫) হত্যা করেন। এই ঘটনায় সুমনের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে রাস্তায় এক নারীর চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে মধুবালার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর পাশেই বঁটি হাতে দাঁড়িয়ে ছিলেন মধুবালার ছেলে সুমন। সুমন মূলত মাদকাসক্ত ছিলেন। মায়ের সঙ্গে ঘরে কথা-কাটাকাটির একপর্যায়ে বঁটি নিয়ে ধাওয়া করে মাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করে।

সুমনের বাবা নুরুল ইসলাম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী মিলে একটি ভাতের হোটেল চালাই। আমার দুই ছেলে দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয়। মানসিক সমস্যা থাকায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই মেয়ে নিয়ে বাড়ি চলে যায়। এরপর তাকে বিদেশে পাঠানো হয়। ঘটনার রাতে আমি দোকান থেকে ফিরে দেখি সুমন তার মাকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করেছে। ঘরে গিয়ে দেখি সে বঁটি হাতে নিয়ে ঘুমিয়ে আছে। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।’   

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নূরে আযম মিয়া বলেন, ‘মাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি। বিকেলে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।’

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা