নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে বিএনপির ৫ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ণ নবাবী চাইনিজ রেস্তোরাঁ থেকে গোপন বৈঠক করার সময় তাঁদের আটক করা হয়।
আটকরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন (৫০), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাধীন (৪৭), মোহাম্মদ আমির হোসেন প্রধান (৬১), দেলোয়ার হোসেন বাবুল (৫৯) ও মো. আবুল কাশেম মেম্বার (৭০)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈঠক করার সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির ৫ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।