হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১২ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদক মামলায় ১২ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই আসামির নাম আবুল কালাম আজাদ (৪৩)।

আজ মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়ে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম বলেন, ‘গ্রেপ্তার আবুল কালাম আজাদ ২০১১ সালের ১২ সেপ্টেম্বর মাদক বিক্রয়ের সময় দুই’শ বোতল ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। পরে তাঁর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা হয়।’

শিহাব করিম আরও বলেন, ‘ওই মামলায় আবুল কালাম আজাদ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান। মামলাটির বিচারকার্য শেষে আজাদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।’

তিনি বলেন, সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে ১২ বছর ধরে পলাতক এ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আজাদকে কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা