হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে কিশোরী অপহরণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে অপহরণের অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। গত সোমবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত দেলোয়ার উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ও ওই ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক। 

তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রিজাউল হক জানান, ওই এলাকার আমির হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সখ্যতা দেলোয়ার হোসেনের। এ জন্য আমির হোসেনের বাড়িতে আসতেন দেলোয়ার। এ সুবাদে আমির হোসেনের ভাড়াটিয়া এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন দেলোয়ার। ওই কিশোরী তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় গত সোমবার তাকে অপহরণ করে নিয়ে যান। পরে কিশোরীর মায়ের দায়ের করা অভিযোগের পর উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

কিশোরীর মা জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রভাব দেখিয়ে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। সোমবার তিনি বাড়িতে না থাকার সুযোগে তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যান। 

তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু সাঈদ পিয়াল জানান, পুলিশ অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে। অপহৃত কিশোরীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

নারায়ণগঞ্জে ড্রামের ভেতর মিলল লাশ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা