হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুদকের গণশুনানিতে ৫৫ অভিযোগ, তদন্তে ৫টি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভূমিদস্যুদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোকসেদ হোসেনের চাহিদা অনুযায়ী ৮৫ হাজার টাকা ঘুষ দিয়েছিলেন রূপগঞ্জের বাসিন্দা সাইফুল ইসলাম। কিন্তু ঘুষ নেওয়ার কয়েক দিন পরই বদলি হয়ে অন্যত্র চলে যান মোকসেদ। টাকা ও তদন্ত উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়ে তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছেন। দুদকে অভিযোগের খবর পেয়ে বেশ কিছু টাকা পরিশোধ করেছেন অভিযুক্ত সেই পুলিশ কর্মকর্তা। 

নারায়ণগঞ্জে দুদকের শুনানিতে হাজির হয়ে সাইফুল ইসলাম এসব অভিযোগ তুলে ধরে বলেন, ‘রূপগঞ্জে আমার জমি ভূমিদস্যুরা দখল করে নিচ্ছিল। আমি এই ঘটনায় মামলা করি। মামলার তদন্তভার পড়ে সিআইডির পরিদর্শক মোকসেদ হোসেনের ওপর। তিনি আমাকে বলে তদন্ত করতে কিছু খরচ লাগে। আমার কাছে ১ লাখ টাকা চাইলে আমি তাঁকে ৮৫ হাজার টাকা দিই। এর কয়েক দিন পরে তিনি বদলি হয়ে অন্যত্র চলে যায়। তাঁকে ফোন দিয়ে বলি আপনি আমার টাকাও নিলেন, কাজ করে দিলেন না।’ 

তিনি বলেন, ‘দুদকে তাঁর নামে অভিযোগ দেওয়ার পর গতকাল আমাকে ৫০ হাজার টাকা পাঠিয়েছে। বাকি ৩৫ হাজার টাকা ১৩ জুন দেবে জানিয়েছে।’ 

অভিযোগ শুনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তা এবং আপনি দুজনেই নিজেদের স্বার্থে সুবিধা চেয়েছেন। ঘুষ চাওয়ার পরে আপনি সিআইডির সিনিয়র কর্মকর্তাকেও এই বিষয়ে কোনো অভিযোগ দেননি। এ ক্ষেত্রে দুজনেই সমান অপরাধী। আপনাদের দুজনের বিরুদ্ধেই তদন্ত করবে দুদক।’ 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা মিলনায়তনে দুদকের গণশুনানিতে জেলার ২৮টি সংস্থার বিরুদ্ধে অভিযোগ দেন সাধারণ মানুষ। দুর্নীতির অভিযোগ ওঠা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মঞ্চে ডেকে এনে অভিযোগের ব্যাখ্যা চান দুদক কমিশনার (তদন্ত) জহুরুল হক। 

পুলিশের ডিএসবি শাখার বিরুদ্ধে অভিযোগ আনেন রিপন নামে আরেক ভুক্তভোগী। তিনি বলেন, ‘পাসপোর্ট তৈরির জন্য পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয় জেলা পুলিশের ডিএসবি শাখাকে। কিন্তু দীর্ঘদিন আমার ভেরিফিকেশন রিপোর্ট দেওয়া হচ্ছে না। ফলে আমি আমার পাসপোর্ট থেকে বঞ্চিত হচ্ছি।’ 

অভিযোগ শুনে দুদক কমিশনার (তদন্ত) জহুরুল হক ডিএসবির উদ্দেশে বলেন, ‘পাসপোর্ট আটকে রাখার অভিযোগ অনেক। আপনারা কেন এগুলো আটকে রাখেন? দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেবেন। যত দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দেওয়া যায়। অহেতুক হয়রানি যেন না হতে হয় সাধারণ মানুষকে।’ 

গণশুনানিপূর্বক আলোচনায় দুদক কমিশনার জহুরুল হক বলেন, ‘দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আমরা একটু বেশি সম্মান করি। এতে সে দুর্নীতি করতে আরও উৎসাহিত হয়। বিশ্বের কোনো দেশ দুর্নীতিগ্রস্তদের সম্মান করে না। আপনারা এদের ঘৃণা করুন। শুধু বলবেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আমরা পছন্দ করি না। এটা সাহস করে বলতে পারলে দেশের ৮০ ভাগ দুর্নীতি কমে যাবে। নারায়ণগঞ্জ ধনী ও প্রভাবশালী এলাকা। যার প্রভাব বেশি, তার দুর্নীতিও বেশি। বিনা দুর্নীতিতে প্রভাবশালী হওয়া যায় না।’ 

দুদকের গণশুনানিতে মোট ৫৫টি অভিযোগ উত্থাপিত হয়। এর মধ্যে রয়েছে ডিপিডিসি, নির্বাচন অফিস, তিতাস, জেলা সমবায়, ভূমি, হাসপাতাল, পুলিশ, আনসার ভিডিপি, ট্রেনিং ইনস্টিটিউট ইত্যাদি। অভিযোগগুলোর মধ্যে পাঁচটি অভিযোগ অনুসন্ধানের জন্য পাঠানো হয়। আটটি অভিযোগ তাৎক্ষণিক সমাধান করা হয়। বাকি অভিযোগগুলো ৭ থেকে ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করার সুপারিশ করা হয়। 

গণশুনানিতে জেলা প্রশাসক মাহমুদুল হকের পরিচালনায় আরও বক্তব্য দেন দুদকের ঢাকা বিভাগীয় কমিশনার মোরশেদ আলম, দুদক মহাপরিচালক আক্তার হোসেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

নারায়ণগঞ্জে ড্রামের ভেতর মিলল লাশ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা