হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিএনপির কোনো কর্মীকে একটা থাপ্পড়ও দেইনি: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘বিএনপিকে বলতে চাই, আপনারা কোনো ফ্যাক্টর না। আপনারা ব্যবহৃত হচ্ছেন। নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করবেন না। আমরা ক্ষমতায় আছি, কাউকে টোকা দেইনি। আপনারা এসেই আমাদের অনেককে মেরেছেন, বাড়িতে হামলা করেছেন। সিদ্ধিরগঞ্জে আমাদের নয়জন লোককে মেরেছেন। আমরা কিন্তু বিএনপির একটা কর্মীকে থাপ্পড়ও দেইনি। নারায়ণগঞ্জে একসময় ভালো লোকেরা অবস্থান রেখেছিল। এখন খুনিরা এসে পড়েছে।’ 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে শিল্পকলা একাডেমিতে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শামীম ওসমান এ কথা বলেন। 

বিএনপি নেতা গিয়াস উদ্দিনকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, ‘বয়সে আমার অনেক বড়, আমার শাশুড়ির বন্ধু, ৭৮ নাকি ৭৯ বছর বয়স। এ বুড়া বয়সে ধরা খেয়ে ২৩ বছরের মেয়ে বিয়ে করছেন একটা। খুন করেছেন ১৭ টা। করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কোন এলাকাতে থাকেন এখন সেটাও বলতে পারব। ভাববেন না আপনারা কোথায় থাকেন এটা জানি না। পুলিশ আপনাদের ধরে না দেখে ভাববেন, আমরা জানি না। কিন্তু আমরা সব জানি। রাজনীতিটা নষ্ট কইরেন না। একসাথে থাকতে দেন। ছেলেদের রাস্তায় নামিয়ে এমন কিছু করবেন না যাতে মামলা খেয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়।’ 

শামীম ওসমান আরও বলেন, ‘পাকিস্তানের সবচেয়ে নামি পত্রিকা দ্য ডনে বলা হয়েছিল—রিটার্ন অব দ্য পাক এরা। ছবিটি জিয়াউর রহমানের। অর্থাৎ বাংলাদেশে আবারও পাকিস্তানি শক্তির প্রত্যাবর্তন। ওরা এখনো ষড়যন্ত্র করছে। এবারের ষড়যন্ত্র নির্বাচন নিয়ে হচ্ছে না। শেখ হাসিনা সেদিন বলেছেন, আমাদের উন্নয়ন করাটা কী অপরাধ হয়ে গেছে? শেখ হাসিনা আপনার আমার বাচ্চার ভবিষ্যৎ। আমার ভুলত্রুটি থাকতে পারে, আমাদের বদলে দিন। কিন্তু শেখ হাসিনাকে রাখুন। তরুণ প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে হবে। আগামী দিনে রাজনীতি রাজপথে হবে না, বুদ্ধি দিয়ে হবে।’ 

সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিএনপির শাসনামলে বিদ্যুৎ কখন আসছিল সেটা জিজ্ঞেস করতাম। দিনে দুই ঘণ্টা বিদ্যুৎ থাকলে অবাক হয়ে যেতাম। আজ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু করেছি আমরা। আর তারা চায়, বাংলাদেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই করোনার মধ্যেও দশ লাখ পরিবারকে প্রধানমন্ত্রী জমি ও কর্মসংস্থান করে দিয়েছেন। পঁচিশ রকমের ভাতা দিচ্ছেন। পদ্মাসেতু করেছেন, ট্রেন করছেন, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হচ্ছে। বাংলাদেশকে উনি মাথা উঁচু করে দাঁড়ানো শিখিয়ে দিয়েছেন।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত