হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিয়ের দাবিতে হুমকি দেওয়ায় প্রেমিকাকে হত্যা, যুবকের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফাতেমা (২৩) নামের এক নারীকে হত্যা মামলায় কথিত প্রেমিক ইউনুস আলীকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলার আরেকটি ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। উভয় আইনে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত ইউনুস আলী আদালতে উপস্থিত ছিলেন। তিনি আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, ‘১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ আদালত এই রায় দিয়েছেন।’

মামলার বরাত দিয়ে আসাদুজ্জামান বলেন, ‘নিহত ফাতেমা আড়াইহাজারে মানিকপুর এলাকায় নানির বাড়িতে থাকা অবস্থায় ইউনুস আলীর সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম ও শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁদের। বিষয়টি জানাজানি হলে ইউনুসের পরিবার ফাতেমাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়। ইউনুস তাঁর সঙ্গে সম্পর্ক ছেদ করতে চাইলে ধর্ষণ মামলার ভয় দেখাতেন ফাতেমা।

২০২০ সালের ১০ আগস্ট বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে ফাতেমাকে ফোন করে নিয়ে আসেন ইউনুস। পরে রাত ১টার দিকে মানিকপুর এলাকার নির্জন স্থানে নিয়ে ফাতেমকে গলাটিপে হত্যা করেন। পরে লাশটি মাটিচাপা দিয়ে গুম করে ফেলেন।

ঘটনার চারদিন পর লাশ উদ্ধার করা হয়। থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার হয় ইউনুস। দীর্ঘ ৩ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত একমাত্র আসামিকে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার