হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ল ২০ বসতঘর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ২০টি ছোট বসতঘর। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে একটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি টিনশেড বাড়ির দ্বিতীয় তলার ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ১০ মিনিটের মাথায় বৃষ্টি শুরু হলে আগুন কমে কালো ধোঁয়ার সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষণে আগুনে পুড়ে যায় অন্তত ২০টি বসতঘর ও ঘরের জিনিসপত্র। তবে কেউ হতাহত হয়নি।

শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, ‘আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, প্রবল বাতাসে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে।’

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা