হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সকালে উপজেলার কাইকারটেক এলাকার হাজী সাহেব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

রিমন বন্দর উপজেলার নবীগঞ্জের কামাল উদ্দিন মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন লিমনের বন্ধু আরজিদ (২৫), সাঈদ (২৭) ও সিএনজি অটোচালক তোফাজ্জল হোসেন (৫৫)। 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় রিমনের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবে সড়ক আইনে মামলা হবে। 

রিমনের স্বজনেরা জানান, এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যেতে সকালে মোটরসাইকেল নিয়ে বের হন রিমন। মোটরসাইকেলটিতে আরোহী ছিলেন তাঁর দুই বন্ধু আরজিদ ও সাঈদ। তাঁরা সোনারগাঁ চৌরাস্তার উদ্দেশে রওনা করেছিলেন। কাইকারটেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। 

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রিমনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিমন। 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এই ঘটনায় রিমনের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবে সড়ক আইনে মামলা হবে।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা