হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অটোচালককে হত্যায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাদী দাউদ নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় দেন।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০০৫ সালে রূপগঞ্জ থানার দায়ের করা একটি হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময়ে সাজাপ্রাপ্ত একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নেত্রকোনার উত্তর বিশিউড়া এলাকার সারোজ আলীর ছেলে মো. লতিফ (৪৪), তার ভাই মো. রতন (৪০), একই এলাকার নওয়াব আলীর ছেলে আব্দুল আউয়াল (৩৯) ও বরিশালের বাবুগঞ্জ এলাকার শহীদুল আলম (৫০)। আসামিদের মধ্যে শহীদুল আলম ছাড়া সবাই পলাতক।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, ২০০৫ সালে রূপগঞ্জের আদুরিয়া এলাকায় আসামিরা সিএনজিচালিত অটোরিকশাচালক হাদী দাউদকে নেশাজাতীয় বড়ি খাইয়ে শ্বাসরোধে হত্যা করে। তাদের আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যার ঘটনা জানতে পারে। এই ঘটনায় থানায় দায়ের করা মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা