হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অটোচালককে হত্যায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাদী দাউদ নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় দেন।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০০৫ সালে রূপগঞ্জ থানার দায়ের করা একটি হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময়ে সাজাপ্রাপ্ত একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নেত্রকোনার উত্তর বিশিউড়া এলাকার সারোজ আলীর ছেলে মো. লতিফ (৪৪), তার ভাই মো. রতন (৪০), একই এলাকার নওয়াব আলীর ছেলে আব্দুল আউয়াল (৩৯) ও বরিশালের বাবুগঞ্জ এলাকার শহীদুল আলম (৫০)। আসামিদের মধ্যে শহীদুল আলম ছাড়া সবাই পলাতক।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, ২০০৫ সালে রূপগঞ্জের আদুরিয়া এলাকায় আসামিরা সিএনজিচালিত অটোরিকশাচালক হাদী দাউদকে নেশাজাতীয় বড়ি খাইয়ে শ্বাসরোধে হত্যা করে। তাদের আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যার ঘটনা জানতে পারে। এই ঘটনায় থানায় দায়ের করা মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল