হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬

ঢামেক প্রতিবেদক, ঢাকা  

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইনে বসানো কম্প্রেসর বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ডহরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—ডহরগাঁও গ্রামের বাবুল মিয়া (৪০), তাঁর স্ত্রী সেলি বেগম (৩৫), ছেলে সোহেল মিয়া (২০) ও ইসমাইল হোসেন (১১), মেয়ে তাসলিমা আক্তার (৯) ও পুত্রবধূ মুন্নি খাতুন (১৮)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে বাবুলের শরীরের ৬৬ শতাংশ, সোহেলের ৭০, ইসমাইলের ৫৫, তাসলিমার ৬৩, সেলি বেগমের ৩০ ও মুন্নির শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

বাবুলের চাচাতো ভাই এনামুল হক বলেন, বাবুল রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর স্ত্রী কাজ করেন স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায়। তাঁরা একই বাসায় পাশাপাশি কক্ষে থাকতেন। এনামুলের ঘরে গ্যাসের লাইন থাকলেও বাবুলের ঘরে গ্যাসের লাইন ছিল না। তিনি এনামুলের ঘর থেকে গ্যাসের লাইন নিজ ঘরে এনেছিলেন। আর এই লাইনে কম্প্রেসর বসিয়েছিলেন বাবুল।

এনামুল হক বলেন, শুক্রবার রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা। বাবুলের ঘরে থাকা গ্যাসের কম্প্রেসর বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ছয়জন দগ্ধ হন।

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল