হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নির্বাচনে অস্থিতিশীলতার চেষ্টাকারীদের প্রতিমন্ত্রীর অবস্থা দেখিয়ে সতর্ক করলেন আইভী

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের প্রতিমন্ত্রীর অবস্থা দেখিয়ে সতর্ক করলেন নাসিক মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আজ বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আইভী এসব কথা বলেন। আইভীকে সমর্থন জানিয়ে জেলা আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।

সভায় সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেওয়ার পরেও ষড়যন্ত্র চলছে। এই জেলায় দাঙ্গা-হাঙ্গামার চেষ্টা চলছে। প্রার্থী হবার জন্য অনেককে চাপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। সর্বোপরি নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমি তাদেরকে বলব অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে নৌকার জন্য কাজ করুন। বেশি বাড়াবাড়ি ভালো না। সম্প্রতি দেখেছেন প্রতিমন্ত্রীর অবস্থা কী হয়েছে। আমরা কারও এমন পরিণতি চাই না।’

আইভী বলেন, ‘নেত্রীর কথায় আমার জন্য কাজ করায় সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই কাজটি করা মানে নেত্রীর জন্য কাজ করা। কিন্তু যাঁরা এই সুযোগটি নিতে পারলেন না, আমি মনে করি তাঁরা দল ও নেত্রীর প্রতি আস্থা প্রকাশ করলেন না। ভবিষ্যতে নেত্রী যার পক্ষে থাকবেন আমরাও তার পক্ষে থাকব।’

সভায় আড়াইহাজারের ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের নবনির্বাচিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সাংসদ নজরুল ইসলাম বাবু। মেয়র আইভী এই বিষয়টি তুলে বলেন, ‘আমাদের বাবু এখানে তাঁর এলাকার ৬ জন চেয়ারম্যানকে নিয়ে এসেছেন নৌকায় পাস করেছে বলে। অথচ আমাদের এমপিরা তা করতে পারলেন না। কারণ, অনেক জায়গায় নৌকাকে ডুবিয়ে লাঙ্গলকে পাস করানো হয়েছে। মধ্যরাতে নাটকীয়ভাবে আওয়ামী লীগের কাজিমউদ্দিনের (বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের প্রার্থী) নৌকাকে ফেল করানো হয়েছে।’

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, জেলার সহসভাপতি আসাদুজ্জামান, আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা