হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে 'ভুয়া' চিকিৎসক আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে মো. তানবির আহমেদ সরকার (৩৬) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‍্যাব। এ সময় তাঁর স্বাক্ষরিত দুই পাতা আলট্রাসনোগ্রাফি রিপোর্ট জব্দ করা হয়। গতকাল বুধবার বিকেলে র‍্যাব-১১-এর লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান। 

তানবির আহমেদ কুমিল্লার দেবীদ্বার থানার শিবনগর এলাকার মো. আব্দুল মতিন সরকারের ছেলে। 

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে সানারপাড়ের হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন প্রকার টেস্টের রিপোর্ট ও রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় আটক করা হয়। 

র‍্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, তানবির আহমেদ দীর্ঘদিন যাবৎ নিজেকে সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে ওই হাসপাতালে নিয়মিত রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন দিয়ে আসছিলেন। র‍্যাবের কাছে তিনি নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে ডাক্তারি সনদ ও বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেননি। নিজেকে সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে তিনি মূলত রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অনুপস্থিতিতে নার্স দিয়ে ডেলিভারি করানোর কারণে যমজ সন্তানের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। 

নারায়ণগঞ্জে ড্রামের ভেতর মিলল লাশ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা