হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় প্রাণ গেল দাদি-নাতনির, বাস জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মহাসড়ক পারাপার হতে গিয়ে বাসের চাপায় প্রাণ হারাল এক নারী ও তাঁর নাতনি। দুর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা গ্রামের বাসিন্দা শামসুন্নাহার (৫৯) তাঁর বড় ছেলের মেয়ে অরপি আক্তারকে (৮) সঙ্গে নিয়ে নরসিংদীর মনোহরদীতে ছোট মেয়ের অসুস্থ মেয়েকে দেখতে যাচ্ছিলেন। পথে উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই শামসুন্নাহারের মৃত্যু হয়। মারাত্মক আহত অরপি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন। 

শামসুন্নাহারের স্বামী নুর মোহাম্মদ জানান, আজ দুপুরে তাঁর স্ত্রী নাতনি অরপিকে নিয়ে নরসিংদী যাচ্ছিলেন। কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় স্ত্রী তাঁর নাতনিকে নিয়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাঁদের ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। এ সময় ঘটনাস্থলেই শামসুন্নাহারের মৃত্যু হয়। আহত নাতনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, মহাসড়ক পারাপারের সময় সড়ক দুর্ঘটনা ঘটে। নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অরপি আক্তারের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হয়েছে। এ ঘটনার পর সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে বাসটিকে জব্দ করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় শামসুন্নাহারের স্বামী নুর মোহাম্মদ বাদী হয়ে মামলা করেছেন। বাসের চালক পলাতক।

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি