নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ২৮৯ রাউন্ড ২২ বোরের পিস্তলের গুলি ও ৬৩ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ফতুল্লার ভোলাইল খেলার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের রাইফেলস ক্লাবে হামলা ও লুটপাটের সময় এসব গুলি লুট করা হয়েছে। সেগুলোই পুলিশি ঝামেলা এড়াতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যে ঘটনাস্থলে গিলে গুলি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।