হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

১৫ বছর পর হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৫ বছর পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিকশাচালককে গলা কেটে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। 

রায়ে দণ্ডপ্রাপ্ত উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস প্রদান করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজার উপজেলার চামুরকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে আবুল হোসেন এবং সুলপান্দি এলাকার সালাহউদ্দিনের ছেলে ওয়াকিল। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন। 

আদালতের পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয় ওই রিকশাচালককে। এই ঘটনায় পাঁচ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করা হয়। আজ মামলার রায়ে দুজনকে সাজা প্রদান করেছেন আদালত। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আব্দুর রহিম বলেন, ২০০৮ সালের ২৮ নভেম্বর আড়াইহাজারের ঈদবারদী এলাকায় জঙ্গল থেকে রিকশাচালক ওসমানের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাঁর বাবা মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত