হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

১৫ বছর পর হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৫ বছর পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিকশাচালককে গলা কেটে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। 

রায়ে দণ্ডপ্রাপ্ত উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস প্রদান করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজার উপজেলার চামুরকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে আবুল হোসেন এবং সুলপান্দি এলাকার সালাহউদ্দিনের ছেলে ওয়াকিল। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন। 

আদালতের পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয় ওই রিকশাচালককে। এই ঘটনায় পাঁচ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করা হয়। আজ মামলার রায়ে দুজনকে সাজা প্রদান করেছেন আদালত। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আব্দুর রহিম বলেন, ২০০৮ সালের ২৮ নভেম্বর আড়াইহাজারের ঈদবারদী এলাকায় জঙ্গল থেকে রিকশাচালক ওসমানের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাঁর বাবা মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার