হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে মা-মেয়ে দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার (৩০ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন নাজমা বেগম (৪০) ও তাঁর মেয়ে মোছাম্মত আফরোজ আক্তার (১৬)। নাজমা বেগম বাসাবাড়িতে কাজ করেন।

গুরুতর দগ্ধ অবস্থায় মা-মেয়েকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাঁদের সঙ্গে থাকা রুবেল খান জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন ওই মা-মেয়ে। ওই বাসার নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। ওই গ্যাসে লাইনের লিকেজ থেকে রাতে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ হন। পরে আমরা তাঁদের দুজনকে উদ্ধার করে জাতীয় বার্নে ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক শাওয়ন বিন রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। মা নাজমা বেগমের শরীরে ২২ শতাংশ দগ্ধ হয়েছে ও মেয়ে আফরোজা আক্তারের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের দুজনকে হাই ডিফেন্সিভ কেয়ার ইউনিটে (এইসডিইউ) ভর্তি দেওয়া হয়েছে।’ রোগীদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা