নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে মা-মেয়ে দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার (৩০ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন নাজমা বেগম (৪০) ও তাঁর মেয়ে মোছাম্মত আফরোজ আক্তার (১৬)। নাজমা বেগম বাসাবাড়িতে কাজ করেন।
গুরুতর দগ্ধ অবস্থায় মা-মেয়েকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাঁদের সঙ্গে থাকা রুবেল খান জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন ওই মা-মেয়ে। ওই বাসার নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। ওই গ্যাসে লাইনের লিকেজ থেকে রাতে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ হন। পরে আমরা তাঁদের দুজনকে উদ্ধার করে জাতীয় বার্নে ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক শাওয়ন বিন রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। মা নাজমা বেগমের শরীরে ২২ শতাংশ দগ্ধ হয়েছে ও মেয়ে আফরোজা আক্তারের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের দুজনকে হাই ডিফেন্সিভ কেয়ার ইউনিটে (এইসডিইউ) ভর্তি দেওয়া হয়েছে।’ রোগীদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।