হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

উপজেলা নির্বাচন: ক্ষমা চাওয়ার ১ দিন পর ফের শোকজ পেলেন জাপা নেতা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আবারও আচরণবিধি ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেনকে শোকজ করেছে জেলা নির্বাচন অফিস। আজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৭ এপ্রিল একাধিক ক্যাম্প স্থাপন ও দেয়ালে পোস্টার সাঁটানোর অভিযোগে তাঁকে শোকজ করা হয়। পরদিন ২৮ এপ্রিল শোকজের জবাবে ক্ষমা প্রার্থনা করে পোস্টার এবং ক্যাম্প সরিয়ে নেন। এর দুই দিনের মাথায় তাকে ফের শোকজ করা হয়।

শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি আপনার নির্বাচনী এলাকায় এক শ মাইক্রো, হাইস, প্রাইভেট কার ও জিপ গাড়ি নিয়ে শোডাউন করেছেন যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়। প্রচার কাজে গাড়ির বহর নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট পরিপন্থী ও আচরণবিধি লঙ্ঘন।’

এ বিষয়ে রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাঁকে ফের শোকজ করা হয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচন কমিশন বরাবর প্রার্থিতা বাতিলের চিঠি দেওয়া হবে।’

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার