হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ধানখেতে শিশু হত্যাকাণ্ডের ঘটনায় ৪ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়ানগর এলাকার ধানখেতে ১০ বছর বয়সী শিশু রিমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

আজ সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। 

গতকাল রোববার সোনারগাঁয়ের নয়ানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-ইমন মিয়া (১৭), মো. আল-আমিন (৩৫), মো. আনোয়ার হোসেন বাবু (২৫) এবং মো. মানিক মিয়া (৪২)। 

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল ভুক্তভোগী মো. জুনায়েদ হাছান রিমন বন্ধুদের সঙ্গে খেলাধুলার জন্য বাসা থেকে বের হয়। তারপর থেকে রিমন আর বাসায় ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন ১৭ এপ্রিল সকালে নয়ানগর এলাকার একটি ধান খেতে রিমনের মরদেহ পাওয়া যায়। পরে রিমনের পিতা বাদী হয়ে ১৭ এপ্রিল সোনারগাঁ থানায় মামলা (৪০) দায়ের করেন। পিবিআই নারায়ণগঞ্জ গত ২৩ এপ্রিল মামলাটি গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে। মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 

জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম আরেও জানান, হত্যাকাণ্ডের ২ দিন আগে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামি আল-আমিনের ভাইয়ের ছেলের সঙ্গে ভুক্তভোগী জুনায়েদের (রিমন) সঙ্গে ঢিল ছোড়াকে কেন্দ্র করে বিবাদ হয়। ওই বিবাদ একপর্যায়ে অনেক বড় পর্যায়ে চলে যায়। ঘটনার আগের দিনদুপুরে গ্রেপ্তারকৃত আসামি আল-আমিন এবং তাঁর ভাই আরেক আসামি আনোয়ার হোসেন বাবু শিশু ইমন (১৭) কে এক হাজার টাকার প্রলোভনে ভুক্তভোগী রিমনকে খেলার ছলে খানিকটা দূরে ধানখেতের আইলে নিয়ে যায়। 

সেখানে পূর্ব থেকেই অপেক্ষায় থাকা আসামি আল-আমিন এবং তাঁর ভাই আরেক আসামি আনোয়ার হোসেন বাবু অবস্থান করছিল। ভুক্তভোগী রিমন তাদের কাছাকাছি আসলেই আসামি আল-আমিন গামছা দিয়ে রিমনের মুখ চেপে ধরেন। এ সময় অপ্রাপ্তবয়স্ক আসামি ইমনের হাতে থাকা চাকু নিয়ে রিমনের গলায় উপর্যুপরি আঘাত করে। 

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬