নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার আড়াইহাজার-মদনপুর সড়কের লেঙ্গুরদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রতন (৪২) এবং ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে দ্বীন ইসলাম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার।
পুলিশ জানায়, উপজেলার প্রভাকরদী থেকে আসা যাত্রীবাহী লেগুনার ওপর বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায়। একই সময় আরও একটি লেগুনা দুর্ঘটনা কবলিত বাহন দুটিকে ধাক্কা দেয়। এ সময় একজন যাত্রী ও লেগুনার ভেতরে চালক রতন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে লেগুনার ভেতর থেকে রতনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এদিকে যাত্রী দ্বীন ইসলামকে আহত অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ঢাকায় পাঠালে পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যান কাভার্ডভ্যান চালক। তবে ঘটনাস্থল থেকে ভ্যানটিকে জব্দ করেছে পুলিশ।
ওসি আজিজুল হক হাওলাদার বলেন, দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির লাশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।