হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমতিয়াজ আহমেদ কাউসার (২৯) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যার অভিযোগ উঠেছে। স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার জের ধরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে তিনি ফাঁস নিয়েছেন বলে দাবি করেছে পরিবার। 

আজ রোববার সকালে উপজেলার তাড়াব পৌরসভার উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। 

নিহত কাউসার একই এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি একই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। 

পরিবারের বরাত দিয়ে এসআই শহিদুল ইসলাম বলেন, ‘গত শনিবার রাতে স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় কাউসারের। অভিমান করে শোয়ার ঘর থেকে বেরিয়ে গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পরেন। সকালে তাঁকে ডাকাডাকি করলে তিনি সাড়া দিচ্ছিলেন না। পরে সকাল ৯টার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিংফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে থানা-পুলিশকে বিষয়টি অবগত করেন তারা। 

এসআই আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পরিবার বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা