হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভারতের পতিতালয়ের দালালের কাছে বিক্রির পর ২ তরুণীকে উদ্ধার, গ্রেপ্তার ১ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মানব পাচারকারী চক্রের খপ্পরে পরে ভারতের পতিতালয়ের দালালের কাছে বিক্রি করা হওয়া দুই তরুণীকে। বিষয়টি বোঝার পর সেখান থেকে কৌশলে পালিয়ে সীমান্তে এসে বিষয়টি পরিবারকে মোবাইলে জানান তাঁরা। এরপর খবর পেয়ে গতকাল শনিবার দেশের সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। 

আজ রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু। এর আগে পাচারকারী চক্রের সদস্য নবী হোসেনকে (৫৫) সোনারগাঁ থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, ‘রূপগঞ্জ উপজেলার ভোলাব এলাকার এন জেড গার্মেন্টসে কর্মরত দুই তরুণীকে উচ্চ বেতনে ওমানে পাঠানোর প্রলোভন দেখায় নবী হোসেন। সেখানে তাদের বিউটি পারলারে চাকরি দেওয়ার বলে। একপর্যায়ে তারা রাজি হলে ১ জানুয়ারি তাদের রূপগঞ্জ থেকে ঢাকা ও ৩ জানুয়ারি ঢাকা থেকে যশোর নিয়ে যায়। এরপর ঝিনাইদহ জেলার গোপালপুর সীমান্ত দিয়ে পার করে ভারতে পাচার করে দেওয়া হয়। সেখানে ছয় লাখ টাকার বিনিময়ে পতিতালয়ের দালালের কাছে তাদের বিক্রি করে দেয়। বিষয়টি বুঝতে পেরে পাচার হওয়া দুই তরুণী কৌশলে তাদের পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে বিষয়টি জানায়।’ 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘২৫ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরে ১৩ মার্চ পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি নবী হোসেনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামি দুই তরুণীকে ভারতে পাচারের কথা স্বীকার করে। এরই মধ্যে দুই তরুণী কৌশলে সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে আসে। গতকাল শনিবার রাতে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে।’

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার