হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শামীম ওসমানের আসনে জাপার প্রার্থী ছালাউদ্দিনের মনোনয়নপত্র প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান এমপি শামীম ওসমান। এই আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র তুলেছিলেন ছালাউদ্দিন খোকা মোল্লা। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ছালাউদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এর মধ্য দিয়ে শামীম ওসমানের ফের বিজয়ী হওয়া প্রায় নিশ্চিত। 

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন ছালাউদ্দিন। পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি উল্লেখ করেন ছালাউদ্দিন খোকা। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ।

জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর এই আসনে বর্তমানে আটজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও এমপি শামীম ওসমান, তৃণমূল বিএনপির আলী হোসেন, জাকের পার্টির মুরাদ হোসেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের গোলাম মোর্শেদ রনি, বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ, জাসদের সৈয়দ হোসেন ও কল্যাণ পার্টির প্রার্থী শহীদ উন-নবী।

প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে ছালাউদ্দিন খোকা বলেন, ‘কারও চাপে পড়ে মনোনয়ন প্রত্যাহার করিনি। পারিবারিক কারণেই সরে দাঁড়িয়েছি। দল থেকে আমাকে প্রত্যাহার করার জন্য কিছু বলেনি। আমি নিজ সিদ্ধান্তেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’

ছালাউদ্দিন খোকার প্রত্যাহারের মধ্য দিয়ে এই আসনে একমাত্র বড় দলের প্রার্থী হিসেবে রয়েছেন কেবল শামীম ওসমান। বাকি সাত প্রার্থী ইতিপূর্বে কোনো নির্বাচনে অংশগ্রহণ বা জয়লাভ করেননি।

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২