নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল কাদির নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বড় বোনের স্বামী।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা একটি হত্যা মামলায় আবদুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।