হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় নালা থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে জনি সরকার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিষ্ণপুর গ্রামের করুণা সরকারের ছেলে।

নিহতের বাবা করুণা সরকার বলেন, ‘আমি ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করি। স্ত্রী, দুই মেয়ে ও একমাত্র ছেলে জনিকে নিয়ে পূর্ব শিহাচর লালখাঁ এলাকায় ভাড়া বাসায় থাকি। জনি গার্মেন্টসে কাজ করত। গতকাল রাত ১০টা থেকে জনি নিখোঁজ ছিল। সকালে খবর পাই নালায় একটি বস্তাবন্দী লাশ পড়ে আছে। পরে পুলিশ এসে বস্তা খুললে দেখি সেটি আমার ছেলে জনির মরদেহ।’

তিনি আরও বলেন, ‘জনি এলাকার মাদকাসক্ত ছেলেদের সঙ্গে চলাফেরা করত। শুনেছি সে নিজেও মাদক সেবন করত। তাদের সঙ্গেই কিছু হয়েছে কি না, বলতে পারছি না। ঘটনার পর থেকে ওর সঙ্গের ছেলেরা পালিয়ে গেছে।’

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্লাস্টিকের বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় জনি সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধর বা শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত