হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রাজধানীতে সিএনজি অটোচালকদের আন্দোলনে নারায়ণগঞ্জে যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ফাইল ছবি

ডিএমপিতে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা আন্দোলনে নামায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ রোববার সকালে মহাসড়কের সানারপাড় থেকে মাতুয়াইল পর্যন্ত এই জট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনের সানারপাড় থেকে চলাচলরত যানবাহনগুলো একেবারে বন্ধ রয়েছে। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে একই স্থানে দাঁড়িয়ে আছে যানবাহন। এতে যানজটে নাকালে পড়েছেন যাত্রীরা ও পরিবহনচালকেরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও চিকিৎসার জন্য বের হওয়া অসুস্থ মানুষ।

জিয়া উদ্যানে যাওয়ার উদ্দেশ্যে চিটাগাং রোড থেকে গাড়িতে চড়েছেন রোজিনা আক্তার নামের এক নারী। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘দীর্ঘ এক ঘণ্টা যাবৎ সাইনবোর্ডে জ্যামে বসে আছি, কখন জিয়া উদ্যানে যাব জানি না।’

রুহুল আমিন নামের কোমল মিনিবাসের যাত্রী বলেন, ‘সানারপাড়ে বসে আছি এক ঘণ্টারও বেশি সময় ধরে, গাড়ি চুল পরিমাণ নড়ছে না। গুলিস্তানে গিয়ে আমার দোকান খুলতে হবে, কিন্তু গাড়িই নড়ছে না।’

কয়েকজন বাসচালক জানান, মাতুয়াইল এলাকায় মহাসড়ক দখল করে বিক্ষোভ করছেন সিএনজি অটোচালকেরা। মূলত এ কারণেই যানজট লেগেছে।  

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, ‘ডিএমপি থেকে আমাকে ফোন করে বলা হয়েছে যে সিএনজি অটোচালকেরা আন্দোলনে নেমেছেন। এ জন্যই এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা সড়কেই আছি।’

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার