হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজার পৌর নির্বাচন: সেই কেন্দ্রের গোপন কক্ষে নৌকার এজেন্টের নজরদারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আলোচিত সেই ওয়ার্ডের একটি কেন্দ্রের গোপন কক্ষে নৌকার এজেন্টকে নজরদারি করতে দেখা গেছে। আজ সোমবার দুপুরে পৌরসভার নাগেরচর ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

নির্বাচনের দুদিন আগে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছিলেন নৌকা ছাড়া অন্য কেউ এখানে থাকবে না। তাই প্রশাসন থেকে শুরু করে সব প্রার্থীর নজর এই ওয়ার্ডে।

ভোটের শুরু থেকেই নাগেরচর ঈদগাহ ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করতে দেখা যায় নৌকা সমর্থিত প্রার্থী সুন্দর আলীর এজেন্ট ও সমর্থকদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করেও ভোটকেন্দ্রের ভেতর থেকে তাঁদের সরাতে পারছেন না।

ভোটকেন্দ্রের এক নম্বর বুথে নৌকার এজেন্টকে দেখা যায় কিছুক্ষণ পরপরই গোপন কক্ষে উঁকি দিয়ে বা ঢুকে নজরদারি করছেন। কখনো ভোটারের হয়ে ভোটও দিয়ে দিচ্ছিলেন। গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেলেই সরে যাচ্ছেন। পরে আবার তৎপর হচ্ছেন। বেলা ১টার দিকে গোপন কক্ষে নজরদারি করা অবস্থায় হাতেনাতে ধরলে নানা অজুহাত দেখাতে থাকেন। বিষয়টি প্রিসাইডিং অফিসারের নজরে আনলে তিনি এজেন্টকে সতর্ক করে চুপচাপ বসে থাকতে বলেন।

এ বিষয়ে মেয়রপ্রার্থী মামুন অর রশীদের এক এজেন্ট বলেন, ‘সকাল থেকে পোলিং অফিসারের সামনেই নৌকার এজেন্ট ভেতরে উঁকি দিচ্ছিল আর প্রভাব বিস্তার করছিল। একই এলাকায় থাকি, কিছু বললে পরে ক্ষতি করতে পারে এই ভয়ে কিছু বলিনি। আপনারা তো নিজের চোখেই দেখলেন।’

প্রিসাইডিং অফিসার শাহ জাহান বলেন, ‘আমি তাঁকে সতর্ক করে দিয়েছি। এরপর একই কাজ করলে তাঁকে বুথ থেকে বের করে দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের সামনে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলসাদ জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একটু আগেও ভেতরে গিয়ে সব পোলিং এজেন্টকে জিজ্ঞেস করে এসেছি। কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ না করলে কীভাবে ব্যবস্থা নেব?’

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা