হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরের একটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার টোটাল ফ্যাশন লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় বেতন–বোনাসের দাবিতে শ্রমিকেরা এক ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আজ বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। তাতে সড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মাসের বেতন ও আসন্ন ঈদের বোনাস পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সকালে কাজে যোগ দিয়ে কর্তৃপক্ষের কাছে বেতন–বোনাসের বিষয়ে জানতে চান শ্রমিকেরা। এ সময় কারখানার হিসাব বিভাগ বেতন কবে দেওয়া হবে তা বলতে না পারায় শ্রমিকেরা সড়কে নেমে আসেন।

টোটাল ফ্যাশনের শ্রমিক ওসমান গনি বলেন, ‘সকালে বেতন–বোনাসের কথা জিজ্ঞাসা করার পর কারখানার কর্মকর্তারা কিছু বলতে পারেনি। আগেও বেতন–বোনাস নিয়ে গড়িমসি করেছে তারা। কয়েক দিন পর ঈদ, এখনো যদি বেতন না পাই, তাহলে আমরা কীভাবে কী করব?’

সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন। পরে বন্দর থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।

ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘আমি সাড়ে ১১টার দিকে কারখানার সামনে গিয়ে দেখি শ্রমিকেরা সড়ক বন্ধ করে রেখেছে। কথা বলে জানতে পারি, তারা গত মে মাসের বেতন ও ঈদের বোনাসের জন্য আন্দোলন করছে। কারখানার মালিকদের সঙ্গে আলাপ করার পর তারা জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন–বোনাস পরিশোধ করে দেবে।’

এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধ করলেও কোনো ভাঙচুর বা সহিংসতা হয়নি। মালিকপক্ষ আমাদের জানিয়েছে, আজ বেতন ও আগামীকাল বোনাস পরিশোধ করবে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত