হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভাড়াটিয়ার সঙ্গে দ্বন্দ্বে বাড়িওয়ালার মৃত্যু, আটক ৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ প্রতিনিধি) 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়ার সঙ্গে দ্বন্দ্বে আহত হয়ে এক বাড়িওয়ালার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. আবুল বাশার (৭০)। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এই দ্বন্দের ঘটনা ঘটে। এ ঘটনায় ভাড়াটিয়া পরিবারের তিনজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। আটকেরা হলেন মো. তছর উদ্দিনেটর ছেলে সোহাগ হোসেন (২৯), সোহাগের স্ত্রী আলেহা বেগম (২২) এবং সোহাগের মা ফাতেমা বেগম (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে আবুল বাশারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন আটককৃতরা। গেল তিন মাস ধরে ঘরভাড়া পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন তাঁরা। ফলে ভিকটিম উক্ত ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার কথা জানান। এ নিয়ে উভয়ের মধ্যে প্রায় সময়ে ঝগড়ার সৃষ্টি হচ্ছিল। গতকাল রাতে বাড়িওয়ালার ছেলে নাফিজের সঙ্গে ভাড়াটিয়া সোহাগের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় বাড়িওয়ালার আরেক ছেলে বাঁধনও (৩২) ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে ওই দুই ভাইয়ের সঙ্গে ভাড়াটিয়া সোহাগের হাতাহাতি শুরু হয়। তখন সেখানে আসেন আবুল বাশার। তিনি দ্বন্দ্ব থামাতে গিয়ে আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘তিন মাসের ঘরভাড়া পাওনা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। তখন ভিকটিমকে ভাড়াটিয়ারা ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তিনি আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে খানপুর হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমরা ভাড়াটিয়াদের সাথে সাথে আটক করেছি। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলমান।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা