হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

গুলিতে নিহত সুমাইয়ার ২ মাস বয়সী মেয়ের দায়িত্ব নিল জামায়াত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত মোসা. সুমাইয়ার (২১) দুই মাস বয়সী মেয়ে সুয়াইবার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সিদ্ধিরগঞ্জে তাঁদের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করতে এসে এই ঘোষণা দেন।

আজ দুপুরে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার দোয়েল চত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণী সুমাইয়ার মায়ের বাড়ি আসেন জামায়াতের আমির। সুমাইয়ার স্বজনদের সঙ্গে কথা বলার সময় কান্নাজড়িত কণ্ঠে জামায়াত নেতা বলেন, ‘এই অবুঝ বাচ্চার এখন থেকে বড় হওয়া পর্যন্ত পড়াশোনাসহ যাবতীয় দায়িত্ব আমরা নিলাম।’

এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এখানে এসেছিলাম শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে। যার মুখে এখনো ভাষা ফোটে নাই। এই শিশুর যখন মুখে ভাষা ফুটবে, তখন তার মা ডাকার মতো কেউ রইল না। এই শিশুর মতো যারা মা হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, যারা নিজেদের সন্তান হারিয়েছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন।’

জামায়াতের আমির বলেন, ‘যারা জালিমের হাতে মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাঁদের শহীদের মর্যাদা দান করুন। এলাকাবাসীর কাছে অনুরোধ, জুলুমের হাত থেকে বাঁচতে হাজারো মানুষ তাঁদের বুক পেতে দিয়েছেন। এখন যদি কেউ আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে তা শহীদের রক্তের সঙ্গে বেইমানি হবে। আর যেন কেউ তা না করতে পারেন, সে জন্য আপনার অলিগলিতে, এলাকায় এলাকায় তাঁদের হাত অবশ করে দেবেন। লুটতরাজ, চাঁদাবাজি করতে এলে তাঁদের কোনো ছাড় দেবেন না। ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার জনগণ প্রমাণ করে দিয়েছে, তারা অন্যায়ের সঙ্গে কোনো আপস করে না। তারা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করল তারা দেশে শান্তি চায়। আমরা যেন দেশে শান্তি ফিরিয়ে আনতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।’ 

সরকার পতনের পর যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে, তাদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘যাঁরা এসব অপকর্মে জড়িত হচ্ছেন, তাঁদের বিনয়ের সঙ্গে বলব আপনারা শিক্ষা নেন। এখনো মানুষের বুকের চাপা কষ্ট দূর হয়নি। বাড়াবাড়ি যাঁরাই করবেন, জনগণ তাঁদের উচিত শিক্ষা দেবে। আর আসল বিচার আল্লাহ তায়ালা করবেন।’

এ সময় কেন্দ্রীয় নেতাসহ নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছিল। এ সময় বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলেন সুমাইয়া। হঠাৎ হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এসে জানালার এসএস পাইপ ভেদ করে তাঁর মাথায় লাগে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিয়ের দুই বছরের মাথায় প্রথম সন্তানের মা হয়েছিলেন সুমাইয়া।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা