হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হত্যার শিকার নারীর স্বর্ণালংকার উদ্ধার, আটক ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় ঘরে ঢুকে নারীকে হত্যার ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় স্বর্ণ ক্রয় বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়।

গতকাল রোববার রাতে শহরের স্বর্ণপট্টি এলাকা থেকে খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। পরে স্বর্ণ ক্রয় বিক্রয়ের ঘটনায় জড়িত দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। আটকৃতরা হলেন সঞ্জয় ও বিপ্লব দাশ। সঞ্জয় নারায়ণগঞ্জ ক্লাব এলাকার মাঠা বিক্রেতা ও বিপ্লব দাশ স্বর্ণ ব্যবসায়ী।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আল মামুন আজকের পত্রিকাকে বলেন, গত ৩ মে এক নারীকে হত্যা করা হয়। নারী সঙ্গে থাকা স্বর্ণ দুজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আমরা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে।

এর আগে গত ৩ মে শহরের পাইকপাড়া আদর্শ নগর এলাকায় রমজান মোল্লার স্ত্রী নূর জাহান বেগমকে হত্যা করা হয়। লুটে নেওয়া হয় তার দেহে থাকা স্বর্ণালংকার। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে ও জড়িতদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত