হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আচরণবিধি ভঙ্গ: নারায়ণগঞ্জ বন্দর উপজেলার প্রার্থী মাকসুদকে শোকজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মাকসুদ হোসেনকে শোকজ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ। 

কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাঁকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচন কমিশন বরাবর প্রার্থিতা বাতিলের চিঠি দেওয়া হবে।’ 

শোকজ নোটিশে প্রার্থী মাকসুদ হোসেনকে বলা হয়, ‘আপনি আপনার নির্বাচনী এলাকার অলিগলিতে শত শত পোস্টার অবৈধভাবে বিভিন্ন দেয়ালে সাঁটিয়েছেন। এ ছাড়া অনুমতি ব্যতীত অবৈধভাবে নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন যা আচরণবিধি লঙ্ঘন।’ 

এর আগে, গত শুক্রবার আজকের পত্রিকায় ‘আচরণবিধি ভঙ্গের হিড়িক জাপা নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে মাকসুদ হোসেনের একাধিক ক্যাম্প স্থাপনের বিষয়টি তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পরদিন প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা। মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি পদে রয়েছেন।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা