হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে ৮ মাসের শিশুর দুই হাত ও এক পা ভেঙে পালিয়েছেন মা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আট মাসের শিশুসন্তানের দুই হাত ও একটি পা ভেঙে পালিয়েছেন তারই মা। উপজেলার সাদিপুর ইউনিয়নের এ ঘটনায় গতকাল সোমবার শিশুটির বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

এলাকাবাসী জানিয়েছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সঙ্গে জামপুর ইউনিয়নের শেখেরহাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার পাঁচ বছর আগে বিয়ে হয়। তাঁদের ঘরে চার বছর ও আট মাস বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে। গত ১৩ মার্চ আট মাসের সন্তানের দুটি হাত ও এক পা ভেঙে বাড়ি থেকে চলে যান মা।

এ বিষয়ে শিশুটির বাবা আশরাফুল বলেন, ‘ছোটখাটো বিষয় নিয়ে সামান্য তর্কবিতর্ক হলে দা-বঁটি নিয়ে সে কয়েকবার আক্রমণ করেছে, এমনকি আমার মাকেও মারধর করেছে। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি। এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই আমাদের নিরাপত্তার জন্য সোনারগাঁ থানায় একটি অভিযোগ জানিয়েছি।’

আশরাফুল আরও বলেন, ‘রাতে প্রায়ই স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টা পর ফিরত। ফিরে আসার পরই যেকোনো অঘটন ঘটাত। স্ত্রীর পরকীয়ার কারণে আমি ও আমার সন্তানেরা নিরাপত্তাহীনতায় আছি।’

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী আজকের পত্রিকাকে বলেন, শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। এ বিষয়ে শিশুটির বাবা একটি অভিযোগ জানিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার