হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে ৮ মাসের শিশুর দুই হাত ও এক পা ভেঙে পালিয়েছেন মা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আট মাসের শিশুসন্তানের দুই হাত ও একটি পা ভেঙে পালিয়েছেন তারই মা। উপজেলার সাদিপুর ইউনিয়নের এ ঘটনায় গতকাল সোমবার শিশুটির বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

এলাকাবাসী জানিয়েছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সঙ্গে জামপুর ইউনিয়নের শেখেরহাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার পাঁচ বছর আগে বিয়ে হয়। তাঁদের ঘরে চার বছর ও আট মাস বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে। গত ১৩ মার্চ আট মাসের সন্তানের দুটি হাত ও এক পা ভেঙে বাড়ি থেকে চলে যান মা।

এ বিষয়ে শিশুটির বাবা আশরাফুল বলেন, ‘ছোটখাটো বিষয় নিয়ে সামান্য তর্কবিতর্ক হলে দা-বঁটি নিয়ে সে কয়েকবার আক্রমণ করেছে, এমনকি আমার মাকেও মারধর করেছে। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি। এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই আমাদের নিরাপত্তার জন্য সোনারগাঁ থানায় একটি অভিযোগ জানিয়েছি।’

আশরাফুল আরও বলেন, ‘রাতে প্রায়ই স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টা পর ফিরত। ফিরে আসার পরই যেকোনো অঘটন ঘটাত। স্ত্রীর পরকীয়ার কারণে আমি ও আমার সন্তানেরা নিরাপত্তাহীনতায় আছি।’

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী আজকের পত্রিকাকে বলেন, শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। এ বিষয়ে শিশুটির বাবা একটি অভিযোগ জানিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত