হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কোল্ডস্টোরেজে মজুত ৬ লাখ ডিম বিক্রির নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ ডিমের সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার ফতুল্লার বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযানে দাপা ইদ্রাকপুর এলাকার রহমত উল্লাহ কোল্ডস্টোরেজ, ধর্মগঞ্জ এলাকার শাহীন অ্যান্ড ব্রাদার্স ও আদর্শ কোল্ডস্টোরেজ পরিদর্শন করে তারা। এ সময় শাহীন অ্যান্ড ব্রাদার্সে ৫ লাখ ৯১ হাজার ডিম মজুত দেখতে পান। সঙ্গে সঙ্গেই মালিক তাজুল ইসলাম ও মাসুদুর রহমান মাসুদকে আজ বুধবারের মধ্যে ডিমগুলো কোল্ডস্টোরেজ থেকে বের করে বাজারে বিক্রির নির্দেশ দেন কর্মকর্তারা।

এ বিষয়ে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, ‘সরকার ডিমের আমদানির অনুমতি দেওয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করেছে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ডস্টোরেজে ডিম মজুত শুরু করে। তাদের উদ্দেশ্য, বাজার আবারও অস্থিতিশীল করা।

‘আজ ফতুল্লার একটি স্টোরেজে প্রায় ছয় লাখ ডিমের মজুত পেয়েছি। তাঁকে আজকের মধ্যে ডিম সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় বৃহস্পতিবার ভোক্তা অধিদপ্তর নিজ দায়িত্বে ডিমগুলো জব্দ করে বাজারে সরবরাহ করবে।’

এ সময় অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান, ক্যাব নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত