হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

প্রেসক্লাবের সামনে গৃহবধূর আত্মহত্যা চেষ্টা, গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসতভিটা রক্ষার দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের ও সন্তানদের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন শিরিন খান নামে এক নারী। গতকাল এ ঘটনার পর তিনি বাদী হয়ে আজ রোববার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—হান্নান সাউদ (৬০) ও আয়েছ আলী (৫৮)। তাঁরা দুজন রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার বাসিন্দা। মামলার বাদী শিরিন খান সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামের জোনায়েদ আহাম্মেদের স্ত্রী।

থানায় দায়ের করা মামলার বিবরণীতে শিরিন খান উল্লেখ করেন, তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামে তাঁর স্বামী ৮ বছর আগে ৬ শতাংশ জমি কিনে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি দোতলা পাকাবাড়ি তৈরি করে তিন সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন।

ইতিমধ্যে ওই জায়গা তাঁর স্বামীর নামে স্থানীয় ভূমি অফিস নামজারি করে দিয়েছেন। গত তিন মাস আগে হঠাৎ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে জানান-যে ব্যক্তি এ জমি বিক্রি করেছেন তিনি ১৫ বছর আগে জমিটি ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছেন। সময়মতো ঋণ পরিশোধ না করার কারণে এ সম্পত্তি ব্যাংক কর্তৃপক্ষ নিলামে তুলবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নাম ব্যবহার করে তাদের বাড়ির পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার বরপা গ্রামের আব্দুল হান্নান, আয়েছ আলী ভূঁইয়া, ফজলুল হক ও সিরাজুল ইসলাম তাঁর স্বামীকে বাড়ি ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে কোনো বিচার না পাওয়ার কারণেই তিনি সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘প্রতারণা করে জমি বিক্রির ঘটনায় ভুক্তভোগী শিরিন খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে হান্নান সাউদ ও আয়েছ আলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’ 

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা