হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে এইচএসসি প্রশ্নসেট পরিবর্তন করে পরীক্ষা, দুই কর্মকর্তাকে শোকজ

নড়াইল প্রতিনিধি 

লোহাগড়া উপজেলা সদরে লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলা সদরে লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রে প্রশ্নসেট পরিবর্তন করে পরীক্ষা নেওয়া হয়েছে। এ কারণে কেন্দ্রসচিব ও কলেজের অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস ও ট্যাগ অফিসার লোহাগড়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি এই ভুলের জন্য তাঁদের শোকজ করা হয়েছে।

আজ রোববার (২৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন। তিনি জানান, যশোর শিক্ষা বোর্ডের অধীনে আজ রোববার এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে ৪ নম্বর সেটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অথচ লক্ষ্মীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ২ নম্বর সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। চারটি সেটের মধ্যে কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা আগেই কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয় বোর্ড কর্তৃপক্ষ। এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসার সেই বিষয়টি লক্ষ না করেই সেট পরিবর্তন করে পরীক্ষা নিয়েছেন। দায়িত্বে এ ধরনের অবহেলার কারণে তাঁদের অব্যাহতি এবং শোকজ করা হয়েছে। তিনি আরও বলেন, সেট পরিবর্তন করে পরীক্ষা নেওয়া হলেও উত্তরপত্র মূল্যায়নে কোনো সমস্যা হবে না। এ বিষয়ে কোনো পরীক্ষার্থী যেন অহেতুক দুশ্চিন্তা না করে।

সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা গেছে, লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৬১ জন।

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

বসতঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

জমি নিয়ে বিরোধে কিশোর আলিফকে হত্যা, দাবি মায়ের

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু, মায়ের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড