হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. ওয়ারেছ আলী শেখ নামে এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব তাঁকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওয়ারেছ আলী শেখকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওয়ারেছ আলী শেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ সকল পর্যায়ের সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনির আহমেদ পলাশকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘ওয়ারেছ আলী শেখ দলের বলিষ্ঠ নেতা। তাঁর মতো দক্ষ নেতার দলের প্রয়োজন রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ থাকায় সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত ওয়ারেছ আলী শেখ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমাকে প্রতিহিংসার বশে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশা রাখি দলের সিনিয়র নেতারা বিষয়টি খতিয়ে দেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে ফিরিয়ে নেবেন।’

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত