হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘সপ্তাহে দুই দিন’ স্কুলে যাওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৭৪ নম্বর বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স। এ ঘটনায় গতকাল শুক্রবার উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম বরাবর চিঠি দেন তিনি। শিক্ষা কর্মকর্তা আজ শনিবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এর আগে, প্রধান শিক্ষক মো. আবুল খায়ের বিরুদ্ধে বিদ্যালয়ে মাসে দু-এক দিন উপস্থিত হয়ে হাজিরা খাতার পুরো মাসের স্বাক্ষর দেওয়ার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এমন অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সরেজমিন তদন্ত করেন আজকের পত্রিকার এ প্রতিবেদক।

তখন প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি স্বীকার করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. রুমা আক্তার। তিনি বলেন, ‘স্যার মাসে দুই দিন না, সপ্তাহে দুই দিন আসে।’ 

এ নিয়ে গতকাল বিকেলে আজকের পত্রিকার অনলাইনে ‘স্কুলে যান সপ্তাহে দুই দিন, হাজিরা দেন পুরো মাসের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নজরে আসলে ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) নিলুফার হাকিমকে নির্দেশ দেন। 

এ বিষয়ে টিইও নিলুফার হাকিম বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্তের জন্য চিঠি পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে যা সত্য তা-ই প্রতিবেদনে উল্লেখ করে সংশ্লিষ্ট বরাবর পাঠানো হবে।’

ময়মনসিংহে শান্তি ঐক্য বজায় রাখতে শপথ নিলেন এমপি প্রার্থীরা

সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ