জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে অবরুদ্ধ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করার ঘটনায় বাঁশের বেড়া খুলে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে বেড়া খুলে দেওয়া হয়।
জানা যায়, গতকাল আজকের পত্রিকায় ‘রাস্তায় বাঁশের বেড়া, সাত দিন ধরে অবরুদ্ধ পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ওই দিন বিকেল সাড়ে ৪টায় দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে রাস্তায় থাকা বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে রাস্তায় বাঁশের বেড়া দেওয়া হয়েছিল। বেড়া খুলে দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মেলান্দহের কুলিয়া ইউনিয়নের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিপক্ষ। এতে সাত দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছিল খুকি বেওয়ার পরিবারের সদস্যরা। জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছে। ওই জমি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।