হোম > সারা দেশ > জামালপুর

ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ভুয়া সমন্বয়কদের মামলা-বাণিজ্য, সাধারণ জনগণের সঙ্গে হয়রানিমূলক কর্মকাণ্ড এবং ছাত্রলীগের ঝটিকা মিছিল করার প্রতিবাদ জানানো হয়।

ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে সমাবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সানিমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী শরিফ সরকার, সাইম খান, সাব্বির খান লোহানী প্রমুখ।

বক্তারা বলেন, ‘১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আমরা ওই মিছিলকারীদের ধিক্কার জানাই।’

বক্তারা আরও বলেন, ‘বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুয়া সমন্বয়কেরা চাঁদাবাজি করে যাচ্ছেন। সেই সঙ্গে সাধারণ জনগণকে নানাভাবে হয়রানি করছেন। এ ছাড়া কেউ কেউ মামলা-বাণিজ্য শুরু করেছেন। আমরা ওই সব বেমানান কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।’

সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। দাবি না মানা হলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত