হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় স্বামীর কুড়ালের কোপে গৃহবধূ নিহত, থানায় মামলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কলহের জের ধরে স্বামীর কুড়ালের কোপে রুবিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী সাইদুল ইসলামকে (৪৫) পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের কাঠপুরা গ্রামে এ ঘটনা ঘটে। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) আজ শনিবার সকালে এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। সাইদুল জেলার সদর উপজেলার টেংগা গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে। নিহত রুবিনা কাঠপুরা গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ৮-১০ বছর আগে সাইদুল ইসলাম ও রুবিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাইদুল শ্বশুরবাড়ি কাঠপুরা গ্রামে থাকতেন। তাঁদের কোনো সন্তান না থাকায় কলহ লেগেই থাকত। গতকাল বিকেলে সাইদুল স্ত্রীর কাছে টাকা চাইলে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্ত্রীর গলায় কুড়াল দিয়ে কোপ দিলে রুবিনা ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় লোকজন ও পুলিশ আরও জানায়, ঘটনার পর সাইদুল ঘর থেকে বেরিয়ে নিজের গ্রাম টেঙ্গায় চলে যান। সেখানে গিয়ে অস্বাভাবিক আচরণ করায় স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাঁরা রুবিনার বাড়িতে খবর নিয়ে হত্যার বিষয়টি জানতে পারেন। স্থানীয়রা সাইদুলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে তাঁকে নিয়ে যায়। 

এ ঘটনায় নিহত গৃহবধূ রুবিনার ছোট বোন ইয়াসমিন আক্তার বাদী হয়ে গতকাল রাতে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাইদুলকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম (পিপিএম) বলেন, ‘জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন সাইদুল। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। রুবিনার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহে শান্তি ঐক্য বজায় রাখতে শপথ নিলেন এমপি প্রার্থীরা

সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ