হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় স্বামীর কুড়ালের কোপে গৃহবধূ নিহত, থানায় মামলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কলহের জের ধরে স্বামীর কুড়ালের কোপে রুবিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী সাইদুল ইসলামকে (৪৫) পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের কাঠপুরা গ্রামে এ ঘটনা ঘটে। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) আজ শনিবার সকালে এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। সাইদুল জেলার সদর উপজেলার টেংগা গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে। নিহত রুবিনা কাঠপুরা গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ৮-১০ বছর আগে সাইদুল ইসলাম ও রুবিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাইদুল শ্বশুরবাড়ি কাঠপুরা গ্রামে থাকতেন। তাঁদের কোনো সন্তান না থাকায় কলহ লেগেই থাকত। গতকাল বিকেলে সাইদুল স্ত্রীর কাছে টাকা চাইলে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্ত্রীর গলায় কুড়াল দিয়ে কোপ দিলে রুবিনা ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় লোকজন ও পুলিশ আরও জানায়, ঘটনার পর সাইদুল ঘর থেকে বেরিয়ে নিজের গ্রাম টেঙ্গায় চলে যান। সেখানে গিয়ে অস্বাভাবিক আচরণ করায় স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাঁরা রুবিনার বাড়িতে খবর নিয়ে হত্যার বিষয়টি জানতে পারেন। স্থানীয়রা সাইদুলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে তাঁকে নিয়ে যায়। 

এ ঘটনায় নিহত গৃহবধূ রুবিনার ছোট বোন ইয়াসমিন আক্তার বাদী হয়ে গতকাল রাতে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাইদুলকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম (পিপিএম) বলেন, ‘জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন সাইদুল। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। রুবিনার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার