হোম > সারা দেশ > শেরপুর

মাদ্রাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ফাহিম মিয়া (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকালে শেরপুরের তাতালপুর এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মো. সজীব মিয়া (১৫) নামে আরও এক মাদ্রাসাছাত্র আহত হয়েছে। 

নিহত ফাহিম শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। সে সদর উপজেলার তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোরআনে হাফেজ শাখার শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসাছাত্র ফাহিম তার সহপাঠী সজীবকে নিয়ে মোটরসাইকেলে করে তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্দেশে যাচ্ছিল। পথে তারা তাতালপুর বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলচালক ফাহিম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সজীব গুরুতর আহত হয়। 

পরে স্থানীয় লোকজন সজীবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সজীব সেখানেই চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া বলেন, নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তবে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার