হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

মহাসড়কে সংঘর্ষ হওয়া বাস ও ট্রাক। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগামারা রাঙামাটিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহতসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে যান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে একজন পুরুষ যাত্রী নিহত হয়। তবে তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ১২ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১ জনকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ১ জন ঘটনাস্থলেই মারা গেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার কাজ চলছে।

এ দুর্ঘটনায় স্থানীয় লোকজন অভিযোগ করে জানান, মহাসড়কে উল্টো পথে যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন প্রাণঘাতী দুর্ঘটনা বারবার ঘটছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা