হোম > সারা দেশ > ময়মনসিংহ

নৌকার ৬ ইউপি চেয়ারম্যান ও পৌর মেয়র কাজ করছেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আর এতে নতুন মাত্রা এনেছে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও নান্দাইল পৌরসভার মেয়র স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়টি। 

নান্দাইল আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। অন্যদিকে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচনে লড়ছেন। 

নান্দাইল পৌরসভা নির্বাচনে ২০২১ সালে নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচিত হন রফিক উদ্দিন ভূঁইয়া। বীর বেতাগৈর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ২০১৯ সালে ও মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, মুশুল্লী ইউপি চেয়ারম্যান মো. ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব, শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টন, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঁইয়া মিন্টু ও জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল ২০২২ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তবে নৌকা প্রতীকে বিজয়ী এই ছয় ইউপি চেয়ারম্যান ও এক পৌর মেয়র নৌকার মনোনীত প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। 

এ বিষয়ে নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগের দলীয় যেহেতু কোনো বাধা নেই, তাই পছন্দের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছি।’ 

জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল বলেন, ‘বর্তমান সংসদ সদস্য আমার ইউনিয়নের বাসিন্দা। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এলাকার জনগণ সবাই তাঁর পক্ষে। তাই আমি তার বাইরে যেতে পারছি না। যেহেতু দল উন্মুক্ত করে দিছে, এতে তো কোনো বাধা নেই।’ 

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, ‘নৌকার বিজয়ী প্রত্যেক চেয়ারম্যানকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করার জন্য আমরা চিঠি দিয়েছি। এখন তারা নৌকার পক্ষে কাজ না করলে তো কিছু করার নেই।’

ময়মনসিংহে শান্তি ঐক্য বজায় রাখতে শপথ নিলেন এমপি প্রার্থীরা

সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ