ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হামিদা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার সোয়াইতপুর পূর্বপাড়ার একটি পুকুরপাড়ের রেইনট্রি গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ওই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী এবং এক সন্তানের জননী। মোহাম্মদ আলী দোলমা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। স্থানীয়দের ধারণা, স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি আত্মহত্যা করেছেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।