হোম > সারা দেশ > ময়মনসিংহ

সেই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দুই শিক্ষক স্ত্রী নিয়ে সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ছাবেদা চাঁন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছামিউল আলম ছামু মিয়া তাঁর দুই শিক্ষক স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার বিকেলে বিদ্যালয়ের অফিসরুমে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নিজের দুই স্ত্রীকে নির্দোষ দাবি করেন তিনি।

এ সময় কর্মস্থলে প্রক্সি দেওয়াসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানান ছামিউল আলম ছামু মিয়া। তাঁর দাবি, বিদ্যালয়ে তাঁর দুই স্ত্রী আইন অনুযায়ী দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের জড়িয়ে প্রকাশিত খবরগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াসে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করায় তাঁরা বিব্রত। নিজেদের নিরপরাধ দাবি করে প্রকাশিত খবরগুলোর প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে একপাশে বসা ছিলেন ছামু মিয়ার বড় স্ত্রী বিদ্যালয়টির প্রধান শিক্ষক লাভলী বেগম, অন্য পাশে তাঁর ছোট স্ত্রী সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে প্রক্সিদাতা মুসলিমা খাতুন। মাঝের চেয়ারে ছিলেন ছামু মিয়া।

উল্লেখ্য, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছামিউল আলম ছামু মিয়ার বড় স্ত্রী লাভলী আক্তার বিদ্যালয়টির প্রধান শিক্ষক। তিনি ঢাকায় থাকেন। মাঝেমধ্যে এলাকায় আসেন। তাঁর প্রক্সি দেন সহকারী প্রধান শিক্ষক ছামু মিয়ার ছোট স্ত্রী মুসলিমা খাতুন।

এ নিয়ে প্রয়োজনীয় তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে গত ২৮ জুন আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ‘ম্যানেজিং কমিটির সভাপতির বড় স্ত্রী স্কুলের প্রধান শিক্ষক, থাকেন ঢাকায়, তাঁর প্রক্সি দেন ছোট স্ত্রী’ শিরোনামে এবং ৩০ জুন প্রিন্ট ভার্সনে ‘প্রধান শিক্ষক ঢাকায়, প্রক্সি দেন সতিন’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ছামিউল আলম ছামু।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন